facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ নভেম্বর শুক্রবার, ২০২৪

Walton

কোহলির সমালোচনা করে হত্যার হুমকি পেয়েছেন সাইমন ডুল


৩০ মে ২০২৪ বৃহস্পতিবার, ০৪:৩১  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


কোহলির সমালোচনা করে হত্যার হুমকি পেয়েছেন সাইমন ডুল

বিরাট কোহলি রান করেন বরাবরই। এবারও আইপিএলের সর্বোচ্চ ৭৪১ রান তার। তবে এরপরও স্ট্রাইক রেট নিয়ে আলোচনা তার পিছু ছাড়েনি। বিশেষ করে টুর্নামেন্টের শুরুর কয়েকটি ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা ব্যাটসম্যানের স্ট্রাইক রেট নিয়ে বেশ সমালোচনা হয়।

সমালোচকদের মধ্যে একজন ছিলেন ধারাভাষ্যকার সাইমন ডুল। ক্রিকবাজে সাবেক এই কিউই পেসার জানিয়েছেন, কোহলির সমালোচনা করায় তাকে হত্যার হুমকিও পেতে হয়েছে। কোহলি এবার আইপিএল শেষ করেছেন ১৫৪.৭০ স্ট্রাইক রেটে। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৩ বলে ৫১ রানের ইনিংস খেলার পর ধারাভাষ্যকারেরা তার সমালোচনা করেছিলেন, যা কোহলিও ভালোভাবে নেননি, দিয়েছিলেন জবাব।

তিনি বলেছিলেন, ‘যেসব লোক স্ট্রাইক রেট এবং আমার স্পিন ভালো খেলতে না পারা নিয়ে কথা বলে, তারা এসব (পরিসংখ্যান) নিয়েই কথা বলে শুধু। আমার কাছে দলের জন্য ম্যাচ জেতানোই আসল এবং এ কারণেই কেউ এটা ১৫ বছর ধরে করে যায়। আপনি দিনের পর দিন এটা করে যাচ্ছেন, আপনি দলকে ম্যাচ জিতিয়েছেন। আমি জানি না, এমন পরিস্থিতিতে আপনারা কখনো পড়েছেন কি না। কিন্তু বক্সে বসে ম্যাচ নিয়ে কথা বলছেন।’

অবশ্য কেন কোহলির স্ট্রাইক রেটের সমালোচনা করেছেন, সেই বিষয়টি আরেকবার পরিষ্কার করেছেন ডুল। কোহলির মতো সমস্যা পাকিস্তান অধিনায়ক বাবর আজমেরও আছে বলেও মনে করেন তিনি।

তার মতে, ‘অসাধারণ একজন খেলোয়াড় সে। (তবে) যতটা প্রভাব বিস্তার করেছে, তার চেয়ে বেশি দাপুটে হওয়ার কথা। এ জন্যই আমি স্ট্রাইক রেট নিয়ে কথা বলেছিলাম। আমার মনে হয়, সে আউট হতে ভয় পাচ্ছিল, কারণ তার পেছনে কী, তা নিয়ে উদ্বিগ্ন ছিল সে। সে বরং এটা ভাবতে পারত, “আমি অনেক দারুণ।” বাবর আজমের ব্যাপারেও আমি একই কথা বলেছিলাম। এমন কথা বলার পর আমি তার সঙ্গে পাকিস্তানে বসে কথাও বলেছিলাম। তখন বাবর বলেছিল, তার কোচরাও তাকে একই কথা বলেছেন।’

তবে আইপিএলের পরের অংশে কোহলির স্ট্রাইক রেট বাড়তে থাকে। এবারের আইপিএলে কোহলি ছক্কা মেরেছেন ৩৮টি, যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এ প্রসঙ্গে কোহলির প্রশংসাই করেছেন ডুল, ‘এ বছর কোহলির যেটা সবচেয়ে ভালো লেগেছে, তা হলো তার ছক্কার মারার মনোভাব। আউট হওয়ার ভয় নিয়ে খেলার মতো খেলোয়াড় কোহলি নয়, এটাই আমার মূল কথা ছিল। কোহলিকে নিয়ে হাজারটা ভালো কথা বলেছি। তবে যে একটা নেতিবাচক কথা বলেছি কিংবা যার নেতিবাচক ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাতেই আমি হত্যার হুমকি পেয়েছি। এটা লজ্জার।’

এরপর সাইমন ডুল যোগ করেন, ‘আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত পর্যায়ে সমস্যা হওয়ার মতো কোনো কারণও নেই। তবে খেলার দিকে তাকালে দেখা যাবে, বিশেষ করে ইমপ্যাক্ট বদলির কারণে ব্যাপারটা কীভাবে বদলাচ্ছে। ১৩০-১৩৫ স্ট্রাইক রেট এখন আর যথেষ্ট নয়।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: