১৯ আগস্ট ২০২৪ সোমবার, ১০:১২ এএম
চাকরি ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বাহিনীটিতে ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি/এডিডব্লিউসি শাখায় স্বল্পমেয়াদী এবং শিক্ষা (পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
কোর্সের নাম: ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি/এডিডব্লিউসি শাখায় স্বল্পমেয়াদী (DE 2025A) এবং শিক্ষা (পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2025A) কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট
বয়স: ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে ২০-৩০ বছর (DE 2025A কোর্সের প্রার্থীদের জন্য) এবং ২১-৩৫ বছর (SPSSC 2025A কোর্সের প্রার্থীদের জন্য)
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত
শারীরিক যোগ্যতা-
পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি
নারীর ক্ষেত্রে কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।
ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী
ফোর্স
চোখের মাপ: এটিসি/এডিডব্লিউসি শাখার জন্য ৬ বাই ১২ এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও শিক্ষা শাখার জন্য ৬ বাই ৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: প্রশিক্ষণকালীন ১০,৫০০ টাকা (প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন)
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১০০০ টাকা
সম্ভাব্য যোগদানের তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৪
আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৪
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।