facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

ক্যান্সারের সঙ্গে লড়াই করে প্রেমিককে বিয়ে করছেন হিনা খান!


১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১১:১৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ক্যান্সারের সঙ্গে লড়াই করে প্রেমিককে বিয়ে করছেন হিনা খান!

২০১৯ সালের জুন মাসে টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান জানতেন না, তাঁর জীবনে একটি কঠিন যুদ্ধ শুরু হতে চলেছে। আচমকা তিনি জানতে পারেন যে, তাঁর শরীরে মারণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে। দ্রুত শারীরিক শক্তি হারাতে শুরু করেন হিনা, এমনকি নিজের চুলও কেটে নেড়া হয়ে যান, হারাতে শুরু করেন চোখের পালক। কিন্তু এই শারীরিক পরিবর্তন তাকে দমিয়ে রাখতে পারেনি। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন হিনা।

এই কঠিন সময়েই, হিনা এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক রকি সাহার বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি এক রন্ধন প্রতিযোগিতার রিয়্যালিটি শো-এ একসঙ্গে হাজির হন হিনা এবং রকি। সেখানে এমনভাবে তাদের আপ্যায়ন করা হয় যেন তারা বরযাত্রী নিয়ে আসছেন। অনুষ্ঠানটির অন্যান্য সদস্যরা তাদের বরণ করে নিয়ে আসেন, যা দেখে তাদের বিয়ের খবর নিয়ে অনুরাগীরা আরও আশাবাদী হয়ে উঠেছেন।

হিনা এবং রকি প্রথম একে অপরকে পরিচয় হয় ২০০৯ সালে ‘ইয়ে রিশতা ক্যায়া কেহেলাতা হ্যায়’ শো-য়ের সেটে। রকি ছিল ওই ধারাবাহিকের প্রযোজক, এবং শুটিংয়ের সময় তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এরপর থেকেই তাদের মধ্যে ভালোবাসা গাঢ় হতে থাকে। ২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরেও রকি প্রথম দেখা দেন। এরপর থেকে বহুবার একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে তাদের।

অথচ, এক সাক্ষাৎকারে হিনা বলেছিলেন, বিয়ে তার কাছে কেবল একটি আচার, এবং তার জীবনে বর্তমানে ক্যারিয়ারই প্রাধান্য পাচ্ছে। তবে, তিনি জানান, আগামী দুই-তিন বছরের মধ্যে বিয়ের পরিকল্পনা রয়েছে। কিন্তু হিনার অসুস্থতা সামনে আসার পর, তার ঘনিষ্ঠজনেরা মনে করছেন, শিগগিরই প্রেমিক রকি সাহার সঙ্গে বিয়ে করতে পারেন তিনি। যদিও বিয়ের ব্যাপারে হিনা এখনো কোনও স্পষ্ট মন্তব্য করেননি, তবুও তার অনুরাগীরা আশায় বুক বাঁধছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: