facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

ক্যান্সার রোগীদের পাশে রিভৌগ ও উজ্জ্বলা ফাউন্ডেশন


২৩ মার্চ ২০২৫ রবিবার, ১১:১৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ক্যান্সার রোগীদের পাশে রিভৌগ ও উজ্জ্বলা ফাউন্ডেশন

ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে রিভৌগ (ReVouge) ও উজ্জ্বলা ফাউন্ডেশন আয়োজন করেছে মিডিয়া ব্যক্তিত্বদের পোশাক সামগ্রীর তিন দিনব্যাপী প্রদর্শনী। ReVouge ( Wear to Care) একটি বিশেষ উদ্যোগ, যেখানে ফ্যাশনের মাধ্যমে মানবতার সেবা করা হয়। তিনব্যাপী এ আয়োজন চলে বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে শনিবার (২২ মার্চ) পর্যন্ত।

এবারের এই আয়োজনে অংশগ্রহণ করেন, সামিয়া আফরিন (উপস্থাপক), আফরোজা পারভীন (সৌন্দর্য বিশেষজ্ঞ), তানভীন সুইটি (অভিনেত্রী), আঁখি আলমগীর (গায়িকা), কনা (গায়িকা) পিয়া জান্নাতুল (মডেল), আফসান আরা বিন্দু (অভিনেত্রী), ইসমত চৈতি (উপস্থাপক), দীপা খন্দকার (অভিনেত্রী)।


এই প্রদর্শনীর বিক্রয়ের অর্থ ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবায় ব্যয় করা হবে। প্রদর্শনী সম্পর্কে উজ্জ্বলা ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও মূল আয়োজক সামিয়া আফরিন এই আয়োজনের মাধ্যমে একটি বার্তা দিতে চান— জীবন থেমে থাকে না, লড়াই করলেই সম্ভব নতুন আশার আলো জ্বালানো। ক্যান্সারের বিরুদ্ধে এই সংগ্রামে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সহযোগিতা এবং প্রত্যেকটি ভালোবাসার স্পর্শ—একটি নতুন ভোরের প্রতিশ্রুতি বয়ে আনে, আসুন, আমরা সবাই একসঙ্গে হয়ে জীবন ও আশার পাশে দাঁড়াই।

এটা কেবল শুরু, আগামীতে আমরা এই মহতী উদ্যোগে আরো অনেককে সঙ্গে নিয়ে, আরো বেশি ক্যান্সার রোগীদের মানসিক ও আর্থিক সহয়তার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই এবং এই আয়োজন যারা সার্বিকভাবে সাহায্য করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।


উজ্জ্বলা ফাউন্ডেশনের চেয়ারম্যান, আফরোজা পারভিন এই উদ্যোগে সঙ্গে থাকতে পেরে ফাউন্ডেশন গর্বিত বলে মতপ্রকাশ করেন। যারা পাশে দাঁড়িয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত তিন দিনে অনেক মানুষের পাশাপাশি গুণীজনের সমাগম হয়েছে, এরা সবাই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

স্বাস্থ্য -এর সর্বশেষ