১৬ এপ্রিল ২০২৫ বুধবার, ০২:২৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
পরিবারকেন্দ্রিক উত্তরাধিকার পরিকল্পনা: ক্রাউন সিমেন্টের দুই শীর্ষ নির্বাহীর ৩৫ কোটি টাকার শেয়ার উপহার
পরিবারকে ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্বে যুক্ত করতে সাহসী এক পদক্ষেপ নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট কোম্পানি ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। কোম্পানিটির ভাইস চেয়ারম্যান আলমগীর কবির তাঁর স্ত্রী ও চার সন্তানকে প্রায় ৬০ লাখ শেয়ার উপহার দিচ্ছেন, যার বাজারমূল্য প্রায় ২৮ কোটি টাকা। পাশাপাশি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাঁর ছেলেকে ১৫ লাখ শেয়ার, প্রায় ৭ কোটি টাকার সমপরিমাণ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, দুই ভাই মিলে তাঁদের পরিবারের ছয় সদস্যকে মোট ৭৫ লাখ শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছেন, যার বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা।
শেয়ার উপহারের এই সিদ্ধান্ত এসেছে একটি সুপরিকল্পিত উত্তরাধিকার প্রক্রিয়ার অংশ হিসেবে। আলমগীর কবির জানিয়েছেন, তাঁর বড় ছেলে সোলায়মান কবির ইতিমধ্যে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তাকে কোম্পানির পরিচালনা পর্ষদে আনতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণে ২৯ লাখ ৭০ হাজার শেয়ার উপহার দেওয়া হচ্ছে। বাকি তিন সন্তান ও স্ত্রীকেও সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে শেয়ার হস্তান্তর করা হচ্ছে।
বিনিয়োগকারীদের স্বার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধান অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালকের অবশ্যই ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হয়। এই আইনি কাঠামো মাথায় রেখে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্রস্তুতি নিচ্ছেন আলমগীর কবির।
তিনি বলেন, ‘আমাদের নতুন নতুন ব্যবসায় সময় দিতে হচ্ছে, তাই পুরোনো ব্যবসাগুলোতে সন্তানেরা দায়িত্ব নিলে আমাদের জন্য সুবিধা হবে। এটা শুধু পারিবারিক সিদ্ধান্ত না, বরং পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করার একটি ধাপ।’
প্রসঙ্গত, বর্তমানে ক্রাউন সিমেন্টের পরিচালনা পর্ষদে রয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মনজু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মোল্লা, এবং পরিচালক আলমাস শিমুল। এই পাঁচজন একে অপরের মামাতো-ফুফাতো ভাই।
২০১১ সালে পুঁজিবাজারে আসা ক্রাউন সিমেন্ট দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম শীর্ষ সিমেন্ট কোম্পানি হিসেবে অবস্থান ধরে রেখেছে। এখন সেই কোম্পানির ভবিষ্যৎ পরিচালনায় পরিবারকেন্দ্রিক উত্তরাধিকার প্রক্রিয়া শুরু করলো তার দুই রূপকার—আলমগীর ও জাহাঙ্গীর।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।