facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

ক্রেতাসংকটে শেয়ার বিক্রি করতে পারছেন না অনেক বিনিয়োগকারী


০৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার, ১০:৫০  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ক্রেতাসংকটে শেয়ার বিক্রি করতে পারছেন না অনেক বিনিয়োগকারী

ঢাকার পুঁজিবাজারে আজ মঙ্গলবার ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪২টির শেয়ার দর বেড়েছে, ১৯৫টির কমেছে ও ৬৩টি কোম্পানির দর অপরিবর্তীত রয়েছে।

লেনদেন হয়েছে মোট ৩৫৫ কোটি টাকা।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সাম্প্রতিক দরপতনের ফলে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে গেছে। ব্যক্তিশ্রেণি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় অংশই এখন বাজারে নিষ্ক্রিয়। এর ফলে লেনদেনেও তার নেতিবাচক প্রভাব পড়েছে। ঢাকার বাজারে লেনদেন নেমে এসেছে ৪০০ কোটি টাকার নিচে। বাজারে ক্রেতাসংকট দেখা দেওয়ায় বিক্রেতারা তাঁদের চাহিদা অনুযায়ী শেয়ার বিক্রি করতে পারছেন না। সব মিলিয়ে বাজারে একধরনের মন্দাভাব দেখা দিয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: