০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৯:৫৪ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চিঠিতে তিনি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার সুস্থতা কামনা করেছেন।
রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে ৩১ জানুয়ারি শেহবাজ শরীফ লিখেছেন, “আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন। আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। মহান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং দ্রুত সুস্থতা দান করুন।”
শেহবাজ শরীফ আরও উল্লেখ করেন, পাকিস্তান বিএনপি চেয়ারপারসন, তার পরিবার এবং দলের সমর্থকদের পাশে আছে।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে প্রশংসা করে তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আপনি এক বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি বহু মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।”
চিঠিটি বিএনপি মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং রাজনৈতিক মহলে এর ব্যাপক আলোচনা চলছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।