facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় নতুন পদক্ষেপ সোমবার


১২ জানুয়ারি ২০২৫ রবিবার, ১০:৪৬  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় নতুন পদক্ষেপ সোমবার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা সোমবার হতে যাচ্ছে। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য এই পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বর্তমানে লন্ডনে অবস্থানরত চিকিৎসক দলের সঙ্গে আছেন। শনিবার তিনি প্রথম আলোকে জানান, দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা ইতিমধ্যে কয়েকটি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে খালেদা জিয়ার চিকিৎসা প্রদান করছেন। নতুন করে আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন তারা। সাপ্তাহিক ছুটি শেষে সোমবার এই পরীক্ষাগুলো সম্পন্ন হবে।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে পৌঁছান। হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়, যেখানে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমানের রান্না করা চিকেন স্যুপ এবং ডাল খেয়ে তিনি সুস্থ থাকার চেষ্টা করছেন। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত কম খেলেও মাঝে মাঝে অল্প পরিমাণে গ্রহণ করছেন। লন্ডনে তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা তাঁর সার্বক্ষণিক দেখভাল করছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ