facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

খাল পুনরুদ্ধার নিয়ে দুই উপদেষ্টার হুঁশিয়ারি


০১ নভেম্বর ২০২৪ শুক্রবার, ১২:০৩  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


খাল পুনরুদ্ধার নিয়ে দুই উপদেষ্টার হুঁশিয়ারি

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘যুব দিবস উপলক্ষে এবার ৬৪ জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কারের কর্মসূচি নিয়েছে সরকার। এবারের কর্মসূচি কোনো লোক দেখানো হবে না।’ শুক্রবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে রাজধানীর ত্রিমোহনী খাল পরিছন্নতার অভিযানে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘খাল পুনরুদ্ধার এবং পরিছন্ন রাখার কার্যক্রম বহাল রাখতে হবে। খালের দু’পাশে সৌন্দর্যবর্ধনে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ দিন এই অভিযান চলবে।’

এদিকে প্রতিটি খাল-নদী পরিষ্কার রাখা ও সংরক্ষণে স্থানীয়ভাবে কমিটি গঠন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে কয়েকশ স্বেচ্ছাসেবী নদী, জলাশয় ও খাল পরিষ্কার করার শপথ নিয়ে জিরানী খাল পরিষ্কার শুরু করেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

জাতীয় -এর সর্বশেষ