০৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ০৯:৫২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
পুঁজিবাজারে তালিকাভুক্ত কিন্তু কার্যক্রম বন্ধ থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (কেপিপিএল) শেয়ারদরের অস্বাভাবিক উত্থান নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি বিএসইসির উপ-পরিচালক মুহাম্মদ নানু ভূঁইয়া স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তাকে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোম্পানিটির শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়েছে, যা সন্দেহজনক। তাই ডিএসইকে তদন্তের মাধ্যমে শেয়ারদর বৃদ্ধির প্রকৃত কারণ চিহ্নিত করতে বলা হয়েছে।
বিএসইসি নির্দেশনা অনুযায়ী, বাজার কারসাজি, ইনসাইডার ট্রেডিং বা অন্য কোনো অবৈধ কার্যকলাপের মাধ্যমে এ মূল্যবৃদ্ধি হয়েছে কি না, তা তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে সার্ভিলেন্স বিভাগে প্রতিবেদন জমা দিতে হবে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৩ ডিসেম্বর খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর ছিল ৭ টাকা ২০ পয়সা। অথচ মাত্র ৩০ কার্যদিবসের ব্যবধানে, আজ ৪ ফেব্রুয়ারি, সেটি লেনদেন হয়েছে ৩৩ টাকা ২০ পয়সায়। অর্থাৎ শেয়ারদর ২৬ টাকা বা প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছে।
এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিনিয়োগকারীদের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, কার্যক্রম বন্ধ থাকা একটি প্রতিষ্ঠানের শেয়ারদরের এমন উর্ধ্বগতি স্বাভাবিক নয়, যা বাজারে কারসাজির ইঙ্গিত দিতে পারে।
এ বিষয়ে ডিএসইর তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।