facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

খুলল শিক্ষা প্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা


০৯ জুলাই ২০২৩ রবিবার, ১০:১৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


খুলল শিক্ষা প্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

ঈদের ছুটি শেষে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ডেঙ্গুর প্রকোপের মধ্যেই রোববার (৯ জুলাই) সকাল থেকে রাজধানীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে।

তবে ক্লাস শুরু হলেও ডেঙ্গু রোধে সব শিক্ষা প্রতিষ্ঠানকে মানতে হচ্ছে পাঁচ নির্দেশনা। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ এসব নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

গত বৃহস্পতিবার (৬ জুলাই) অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়। আদেশেটি সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়েছে অধিদপ্তর।

নির্দেশনাগুলো হলো-

১. খেলার মাঠ ও ভবন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২ মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে।

৩. শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সৌন্দর্যবর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।

৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকরা ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে প্রত্যহ শিক্ষার্থীদের জানাবেন।

এ ছাড়াও আদেশে বলা হয়, বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে এর প্রকোপ না ছড়ায় এ জন্য এসব নির্দেশনা জারি করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: