facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

খেলাপি ঋণ কমাতে বিশেষ উদ্যোগ


৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার, ১১:০৮  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


খেলাপি ঋণ কমাতে বিশেষ উদ্যোগ

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৫০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ পুনঃতফসিলের বিশেষ সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, তবে এ সুবিধা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যারা নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ঋণখেলাপি হয়েছেন।

এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালককে (ইডি) এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. দেলোয়ার হোসেন, অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ, ব্যবসায়ী প্রতিনিধি আবদুল হক এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (ডিভিশন-১) পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, যিনি কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

এরই মধ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের উদ্দেশে চিঠি পাঠিয়ে ঋণ পুনঃতফসিলের বিশেষ সুবিধার বিষয়টি জানিয়ে দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, অর্থনীতি সচল রাখা এবং ব্যাংক খাতকে সুসংহত করার লক্ষ্যে সমস্যাসংকুল ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও লাভজনক করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে বাছাই কমিটি।

কমিটি ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর ভিত্তিক শ্রেণীকৃত ৫০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ পর্যালোচনা করবে। কভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ নীতিসহায়তা প্রদান করবে কমিটি।

চিঠিতে ব্যাংকগুলোকে তিন দফা নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের চিহ্নিত করা, তাদের ব্যবসা পুনর্গঠনের সুনির্দিষ্ট প্রস্তাব ও ঋণ পরিশোধ পরিকল্পনা তৈরি করা এবং নির্ধারিত সময়ের মধ্যে তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো।

এ বিশেষ উদ্যোগের মাধ্যমে ব্যাংক খাতের স্থিতিশীলতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ