facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

গিটারের সুরে বিদায়: চলে গেলেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি পিকলু


২১ ডিসেম্বর ২০২৪ শনিবার, ০১:২৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


গিটারের সুরে বিদায়: চলে গেলেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি পিকলু

অর্থহীন ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু আর নেই। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বন্ধু সিপার আলতামুস।

আজ শনিবার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন তিনি, যাঁরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

পিকলুর বন্ধু সিপারের তথ্য মতে, গতকাল রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে অংশ নেন পিকলু। পারফর্ম করার সময় গিটারে সুর তুলতে তুলতেই অসুস্থতা অনুভব করেন। অনুষ্ঠান শেষে চেয়ারে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

বাংলাদেশের ব্যান্ড সংগীতের স্বর্ণযুগে পিকলুর নাম ছিল এক অনন্য উচ্চতায়। নব্বইয়ের দশকে রকস্ট্রাটা, জলি রজার্স, মাকসুদ ও ঢাকা এবং অর্থহীন ব্যান্ডে তাঁর অসামান্য সুরের জাদু ছড়িয়ে দিয়েছেন। অর্থহীনের জনপ্রিয় গান ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘সূর্য’, ‘রাতের ট্রেন’, ‘গুটি’, ‘নির্বোধ’-এর মতো কালজয়ী গানে তাঁর গিটারের সুর সংগীতপ্রেমীদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ওয়ারফেজের গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল, সংগীতশিল্পী রাফা, এলিটা করিমসহ অনেকেই সামাজিক মাধ্যমে পিকলুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অর্থহীনের সাবেক ড্রামার রায়েফ আল হাসান রাফা বলেন, “পিকলু ভাই শুধু অর্থহীনের গিটারিস্ট নন, আমার প্রথম পরামর্শদাতা। তাঁর সুরের শক্তি ও ভালোবাসা আমাদের প্রজন্মকে আকৃতিবান করেছে। আজ আমরা একজন নায়ককে হারালাম।”

বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে পিকলুর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর সুরেলা গিটারের মূর্ছনা প্রজন্ম থেকে প্রজন্মে সংগীতপ্রেমীদের অনুপ্রাণিত করবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: