১৫ জুলাই ২০২৩ শনিবার, ১০:২৫ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
আগামী ২২ জুলাই থেকে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম মেরিট লিস্টের ভর্তি শুরু হচ্ছে। ভর্তি চলবে ২৫ জুলাই পর্যন্ত। এর আগেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শুক্রবার (১৪ জুলাই) গণমাধ্যমকে এসব তথ্য জানান।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রথম মেরিট লিস্ট প্রকাশের ব্যাপারে ভর্তি কমিটির মিটিং হয়েছে। ২২ থেকে ২৫ জুলাই প্রথম মেরিটের ভর্তি নেওয়া হবে। এর আগেই মেরিট লিস্ট প্রকাশ করা হবে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ক্লাস শুরু করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
অধ্যাপক ফরিদ আরো বলেন, আমরা প্রথমে মেরিট অনুযায়ী ফলাফল প্রকাশ করব। এরপর দ্বিতীয় মেরিট ও মাইগ্রেশনের সুযোগ দেওয়ার পরই ক্লাস শুরু করব। এবার সবকিছু কেন্দ্রীয়ভাবে হবে, তাই আশা করি আসন ফাঁকা থাকবে না।
এর আগে, গত ২০-২৭ জুন গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন করেন শিক্ষার্থীরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।