facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

গুমের ঘটনায় শীর্ষ নেতাদের সম্পৃক্ততা: এইচআরডব্লিউ


০৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ১১:০২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


গুমের ঘটনায় শীর্ষ নেতাদের সম্পৃক্ততা: এইচআরডব্লিউ

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের জোরপূর্বক গুমের ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির ‘আফটার দ্য মনসুন রেভ্যুলিউশন: আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’ শীর্ষক ৫০ পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনা তদারকি করতেন।

জাতীয় গুম তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে সাড়ে তিন হাজারের বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। এইচআরডব্লিউ জানিয়েছে, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা তাদের সাক্ষ্যে বলেছেন, সরকার এইসব গুমের ঘটনায় সরাসরি অবগত ছিল।

শেখ হাসিনার দেশত্যাগের পর গোপন আটক কেন্দ্র থেকে তিনজনকে মুক্তি দেওয়া হয়, যাদের আটকের কথা এতদিন অস্বীকার করা হচ্ছিল। গুম হওয়া আইনজীবী মীর আহমাদ বিন কাসেম বলেন, তাকে এমন স্থানে বন্দি রাখা হয়েছিল, যা বন্দিদের জন্য মৃত্যুর চেয়েও কঠিন অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল।

এইচআরডব্লিউ আরও জানিয়েছে, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও জোরপূর্বক গুমের জন্য দায়ী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ভেঙে দেওয়ার সুপারিশ করেছে জাতীয় তদন্ত কমিশন।’ র‌্যাব প্রধান এ কে এম শহীদুর রহমান স্বীকার করেছেন যে, বাহিনীর গোপন ডিটেনশন সেন্টার ছিল এবং অন্তর্বর্তী সরকার যদি বাহিনীটি ভেঙে দিতে চায়, তবে তারা সিদ্ধান্ত মেনে নেবে।

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের ওপর স্বাধীন বেসামরিক তদারকি প্রতিষ্ঠার সুপারিশ করেছে এইচআরডব্লিউ। সংস্থাটি বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

সূত্র: বাসস

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ