facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

গেম খেলার জন্য বিশেষ স্মার্টফোন আসছে


২৬ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার, ০৬:১৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


গেম খেলার জন্য বিশেষ স্মার্টফোন আসছে

গেমিং যন্ত্রাংশ ও ল্যাপটপ নির্মাতা হিসেবে পরিচিত মার্কিন প্রতিষ্ঠান রেজার ইনকরপোরেশন। এবারে গেমিং স্মার্টফোন তৈরির পথে হাঁটছে রেজার। সম্প্রতি প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিন-লিয়াং টান বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরেই রেজারের গেমিং স্মার্টফোন ঘিরে গুঞ্জন ছিল। রেজারের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গেমভক্তদের কথা মাথায় রেখে বিশেষ স্মার্টফোন তৈরির কাজ চালাচ্ছে রেজার। এবারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টান ওই গুঞ্জন সত্যি বলে স্বীকার করেছেন। টান বলেছেন, রেজারের প্রথম স্মার্টফোন এ বছরের শেষ নাগাদ বাজারে আসবে।

সংবাদমাধ্যম সিএনবিসিকে টান বলেছেন, দীর্ঘদিন ধরেই মোবাইল বাজার পর্যবেক্ষণ করেছে রেজার। মোবাইল গেমের বাজারে স্মার্টফোনের চাহিদার কথা বুঝতে পেরেই কয়েকটি পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

গেমারদের কথা মাথায় রেখে এর আগেও কয়েকটি প্রতিষ্ঠান স্মার্টফোন তৈরি করেছিল। এন-গেজ নামের স্মার্টফোন বাজারে এনে গেমারদের ধরার চেষ্টা করেছিল নকিয়া। আর একই উদ্দেশে এক্সপেরিয়া প্লে নামের স্মার্টফোন বাজারে এনেছিল সনি।

তবে নতুন ফোনের যন্ত্রাংশ, ফিচার ও দাম সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, গেমারদের জন্য ল্যাপটপ তৈরি করে ইতিমধ্যে বাজারে সুনাম অর্জন করেছে রেজার। মাঝারি দামের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে গেম খেলে অনেকেই যেখানে সন্তুষ্ট সেখানে রেজার ফোনের বিশেষত্ব বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে।

এ বছরের শুরুতে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নেক্সটবিটের সব শেয়ার কিনে নেয় রেজার। প্রতিষ্ঠানটি এর আগে নেক্সটবিট রবিন স্মার্টফোন তৈরি করত। এর বিশেষত্ব ছিল ক্লাউড স্টোরেজ। নেক্সটবিটকে কেনার পর ওই ফোনের উৎপাদন বন্ধ হয়ে যায়। নেক্সটবিটের মাধ্যমে রেজার নতুন স্মার্টফোন ছাড়তে পারে এ গুঞ্জন রয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ