facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

গ্রামের বাড়িতে গিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রী দোলনার!


১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ১০:২৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


গ্রামের বাড়িতে গিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রী দোলনার!

ঢাকা থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী গ্রামে ফিরে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করেও ধরা পড়লেন আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার (২৭)। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফুলবাড়ী থানা পুলিশ তাকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে।

এদিকে, দোলনা আক্তার ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা ঢাকা শহরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। সম্প্রতি সারা দেশে শুরু হওয়া ডেভিল হান্ট অভিযানের কারণে গ্রেপ্তার এড়াতে তিনি গ্রামে চলে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশ তার আত্মগোপন করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানিয়েছেন, দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ