facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

গ্লোবাল ইকোনমিক্সের অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক


১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার, ০৫:৩৬  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


গ্লোবাল ইকোনমিক্সের অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক

নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে সেবা প্রদান এবং ব্যাংকিং কার্যক্রম দ্রুত সম্প্রসারণের জন্য দুটি ক্যাটাগরিতে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এনআরবিসি ব্যাংক।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু ও পরিচালক মোহাম্মদ নাজিমের হাতে পুরস্কার দুটি তুলে দেওয়া হয়।

‘বেস্ট ব্যাংক ফর ইমার্জিং অন্ট্রাপ্রানার্স-২০২৩’ ও ‘ফাস্টেস্ট গ্রোয়িং প্রাইভেট ব্যাংক-২০২৩’ শীর্ষক অ্যাওয়ার্ড দুটি দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন দ্য গ্লোবাল ইকোনমিক্স। এর আগে ২০২২ সালেও দুটি ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড পায় এনআরবিসি ব্যাংক।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে জানানো হয়, এনআরবিসি ব্যাংক নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের বিকাশে কাজ করছে। এছাড়া প্রান্তিক কৃষক, প্রশিক্ষিত যুবা ও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝেও এই ঋণ প্রদান করা হয়েছে। আর এই সেবার জন্য ‘বেস্ট ব্যাংক ফর ইমার্জিং অন্ট্রাপ্রানার্স -২০২৩’ দেওয়া হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ