১২ জুন ২০২৩ সোমবার, ১০:১৩ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সোহরাওয়ার্দী হলের ক্যাফেটেরিয়ার খাবারে সিগারেট পাওয়া গেছে। ক্যাফেটেরিয়াটির খাবার খুবই নিম্ন মানের বলে আগে থেকেই অভিযোগ ছিল শিক্ষার্থীদের। এবার খাবারে সিগারেটের অংশ পাওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১১ জুন) সকালের নাস্তায় আশরাফ হোসেন নামে একজন শিক্ষার্থী সিগারেটের অংশ পেয়েছেন। পরে তা ফেসবুকে পোস্ট করা হলে মূহুর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে হল কর্তৃপক্ষ।
এ বিষয়ে আশরাফ হোসেন বলেন, `সকালের নাস্তায় সিগারেটসহ ডালভাজি দেয় আমাকে। আলু কম থাকায় প্রথমে দেখিনি। পরে ভালো করে দেখে বুঝলাম, এটি সিগারেট। পরে আমি উঠে গিয়ে ক্যাশে অভিযোগ দিয়েছি। কিন্তু এসব এদের কাছে নতুন কিছু না। এদের থেকে স্বাস্থ্যকর কিছু আশা করা যায় না।`
সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আবু বকর বলেন, `এই হলের পরিবেশ কখনোই পরিবর্তন হয় না। আমরা বাধ্য না হলে এই খাবার খাই না। এখানে কর্মচারীরা খুবই অপরিচ্ছন্ন থাকেন। খাবারের প্লেট সাবান দিয়ে না ধুয়ে বেশিরভাগ সময় খাবার পরিবেশন করে থাকেন।`
এ ঘটনায় সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক ড. মো. আবুল বাশারকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন- সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক আবু মোহাম্মদ কায়সার ও মুহাম্মদ রবিউল আলম। এছাড়াও সদস্য সচিব হিসেবে রয়েছেন হলটির সেকশন অফিসার মোহাম্মদ হাম্মদ আবু বকর।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।