facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

চবি ভর্তি পরীক্ষা শুরু ২ মার্চ


১১ ডিসেম্বর ২০২৩ সোমবার, ১০:১০  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


চবি ভর্তি পরীক্ষা শুরু ২ মার্চ

আগামী ২ মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে। বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে ১০ মার্চ পর্যন্ত। রোববার (১০ ডিসেম্বর) রাত ১১টার পর বিষয়টি নিশ্চিত করেছেন চবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

এর আগে রাত ১০টায় অনলাইনে চবির ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার সভাপতিত্ব করেন। এ সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, আইসিটির পরিচালক ও প্রক্টর উপস্থিত ছিলেন। সভায় সকলেই তাদের মতামত দেন।

এদিকে, আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করতে ডিনদের নিয়ে একটি সভায় বসবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে, সেসব বিষয় নিয়েও আলোচনা হবে।

এ বিষয়ে রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক কোর-কমিটির সদস্য সচিব এস এম আকবর হোছাইন বলেছিলেন, আগামী মঙ্গলবারের সভায় ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারসহ সব অনুষদের ডিনরা অংশ নেবেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: