facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৬ এপ্রিল বুধবার, ২০২৫

Walton

চাপে শেয়ারবাজার, আশায় বড় বিনিয়োগকারীর ফেরার


০৯ এপ্রিল ২০২৫ বুধবার, ০৯:৪১  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


চাপে শেয়ারবাজার, আশায় বড় বিনিয়োগকারীর ফেরার

ট্রাম্পের শুল্কনীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগের প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারেও। বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ, যার কারণে বাজার কখনো ঊর্ধ্বমুখী হয়ে আবারও নিম্নমুখী প্রবণতায় ফিরে যাচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, বাজারে অন্তর্নিহিত গতি এখনো দুর্বল, পাশাপাশি বিনিয়োগকারীদের অস্থির মনোভাব বাজারকে বারবার পেছনে টেনে ধরছে।

সপ্তাহের শুরুতে কিছুটা ঘুরে দাঁড়ালেও মঙ্গলবার দিনের শুরুতে ইতিবাচক থাকলেও দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমে ১০.৮৭ পয়েন্ট। আগের দিনও সূচক কমেছিল ৮.৪৮ পয়েন্ট। তবে সূচকের পতনের মাঝেও লেনদেনের পরিমাণ বাড়ছে, যা বাজারের ভিতরে ইতিবাচক সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৩ কোটি টাকার বেশি, যা আগের দিনের চেয়ে বেশি।

তবে শেয়ারদরের দিক থেকে দেখা গেছে, মঙ্গলবার ৩৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত ছিল ৫৪টি কোম্পানি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকেও এসেছে মিশ্র বার্তা—এদিন সূচক কিছুটা বাড়লেও লেনদেনে দেখা গেছে উল্লেখযোগ্য হ্রাস।

বিশ্লেষকদের মতে, বড় বিনিয়োগকারীরা এখনো পর্যবেক্ষণ পর্যায়ে রয়েছেন। তারা সক্রিয় হলে বাজারে ইতিবাচক ধারা ফিরে আসতে পারে। তবে সামগ্রিকভাবে বাজার এখনো সহনীয় পর্যায়ে রয়েছে, বড় ধরনের ধসের শঙ্কা আপাতত নেই বলেও মনে করছেন তারা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: