facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণাসহ পুঁজিবাজারের ৯ খবর (আপডেট)


০৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার, ০৯:৫৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


চার কোম্পানির লভ্যাংশ ঘোষণাসহ পুঁজিবাজারের ৯ খবর (আপডেট)

 জিপিএইচ ইস্পাতের লভ্যাংশ ঘোষণা

গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড। কোম্পানিটি আলোচিত বছরের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৫৮ পয়সা।

৩০ জুন,২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) মূল্য হয়েছে ৫২ টাকা ৪৩ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ নভেম্বর।

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের নগদ লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড সমাপ্ত হিসাববছরের ইউনিট হোল্ডারদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে।

বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে ফন্ডটি।

৩০ জুন, ২০২৪ সমাপ্ত সময়ের জন্য রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ৪ শতাংশ নগদ লভ্যাংশ পাঠিয়েছে।

উত্তরা ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

কোম্পানিটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আতাউর রউফ। সম্প্রতি তিনি এ পদে নিয়োগ পেয়েছেন।

চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা আজ

তালিকাভুক্ত চার কোম্পানির বোর্ড সভা আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে। লঙ্কাবাংলা অ্যানালাসিস পোর্টাল ও ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- অ্যাপেক্স ট্যানারি, বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং ও মিথুন নিটিং।

কোম্পানিগুলোর মধ্যে অ্যাপেক্স ট্যানারির বোর্ড সভা বিকাল সোয়া ৪টায়, বঙ্গজ লিমিটেডের বিকাল ৩টায়, তাল্লু স্পিনিংয়ের বিকাল ৪টায় এবং মিথুন নিটিংয়ের বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা পূর্ব ঘোষনা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

উদ্যোক্তা তোফাজ্জল হোসেন তার কাছে থাকা কোম্পানি ১৯ লাখ ৬৪ হাজার ২৭১ টি শেয়ার বিক্রয় করেছেন।

ডিএসইর পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরে ঘোষণাকৃত শেয়ার বিক্রয় করেছেন এই উদ্যোক্তা। এর আগে ১ অক্টোবর শেয়ার বিক্রয়ের ঘোষণা দেন তিনি।

৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে জিপিএইচ ইস্পাত

পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি শেয়ারবাজারে নন-কনভার্টেবল, কিউমিলেটিভ, রিডেম্বল এবং নন-পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

এই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়ন করবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

কর্ণফুলী ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছে।

কর্ণফুলী ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২ লাখ ৯৭ হাজার ৫২৩টি শেয়ার ক্রয় করেছে।

ডিএসইর পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করেছে কোম্পানিটির এই কর্পোরেট পরিচালক। এর আগে ২৮ আগস্ট শেয়ার ক্রয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

মেঘনা লাইফে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

কোম্পানিটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শাইখ আবু তালহা। তিনি গত ১ অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন।

শেয়ার কিনবেন এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ব্যাংকটি উদ্যোক্তা সারোয়ার জামান চৌধুরী কোম্পানিটির ১৬ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।

 

 

 

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: