facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

চার ঘণ্টা পর সোনারগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে


১৮ নভেম্বর ২০২৪ সোমবার, ১০:০১  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


চার ঘণ্টা পর সোনারগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে

আগুন লাগার চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের পেপার ও পলপ তৈরির কারখানায় লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় সোমবার (১৮ নভেম্বর) সকাল নয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ভোর পাঁচটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় কারখানাটিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁও, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন কীভাবে লেগেছে তাৎক্ষণিক জানা যায়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে নেভানোর কাজে অংশ নেন তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না। তাছাড়া আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা তাও জানা যায়নি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: