২৬ এপ্রিল ২০২৩ বুধবার, ১০:০৯ এএম
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
বার্তা লেনদেনের পাশাপাশি অডিও, ভিডিও কলের সুযোগ রয়েছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে। প্রায় ২৪৪ কোটি গ্রাহক এ জন্যই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এখন থেকে মেটার মালিকানাধীন এই অ্যাপটির একটি অ্যাকাউন্ট চারটি মোবাইলে ব্যবহার করা যাবে। নতুন এই সুবিধাটি এখন থেকেই ভোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে গতকাল মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন।
এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ থেকে, একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে চারটি মোবাইলে।’
তার এই পোস্টে ইতিমধ্যে রিয়্যাক্ট পড়েছে লাখ লাখ। কমেন্টও শেয়ার হয়েছে হাজার হাজার।
মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য ব্যবহারকারীদের ফোন নম্বর খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ফোন নম্বরের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে পরিচিত-অপরিচিত ব্যক্তিরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।