২৭ জুলাই ২০২৪ শনিবার, ০৪:৪৮ পিএম
বিনোদন ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
দেশের চলমান পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় মেয়ের সঙ্গে বাসায় বসে কবিতা পাঠে মন দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এ সম্পর্কে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। এতে তিনি লেখেন, ‘স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আব্বু সকাল সকাল আমার মেয়েকে বাংলা পড়াতে বসল।
বাংলা পাঠ্যবই ‘আমার বই’ এর প্রথম কবিতাটাই হলো কাজী নজরুল ইসলাম এর ‘সংকল্প’ কবিতা। সেই ছোটবেলা থেকেই কবিতাটা আমার মুখস্থ। তাই আমিও যোগ দিলাম কবিতাপাঠে।’
এরপর কবিতার অংশ তুলে ধরে তিনি লিখলেন,
‘থাকব নাকো বদ্ধ ঘরে
দেখব এবার জগৎ টারে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে।
কিসের নেশায় কেমন করে
মরছে যে বীর লাখে লাখে
কিসের আশায় করছে তারা
বরণ মরন যন্ত্রণাকে।’
এরপর থামলাম। আবার এই চার লাইন পড়লাম।
‘কিসের নেশায় কেমন করে
মরছে যে বীর লাখে লাখে
কিসের আশায় করছে তারা
বরণ মরন যন্ত্রণাকে।’
সব শেষে তিনি লিখলেন, ‘চোখ ভিজে এলো। মাথা নত হলো।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।