০৩ এপ্রিল ২০২৩ সোমবার, ১০:১৭ এএম
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
প্রথমবারের মতো আদালতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চালিত অ্যাপ চ্যাটজিপিটি ব্যবহার করেছে ভারত। সম্প্রতি চণ্ডীগড়ের একটি আদালতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারক অনুপ চিটকারা এ কাণ্ড ঘটান।
ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়, এদিন কাঠগড়ায় দাঁড়ানো হত্যা মামলার আসামি আদালতের কাছে জামিন আবেদন করেছিলেন। কিন্তু বিচারক রায় ঘোষণায় আগে চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেন, আসামিকে জামিন দেওয়া যায় কি না।
এ সময় চ্যাটজিপিটি বলে, ‘যদি আততায়ীর বিরুদ্ধে হিংসাত্মক অপরাধের অভিযোগ থাকে, তবে তিনি সম্প্রদায়ের জন্য বিপজ্জনক বলে বিবেচিত হতে পারেন। এ ক্ষেত্রে বিচারক জামিন মঞ্জুর না-ও করতে পারেন। আর তা না হলে আসামি যেন পরবর্তীতে আদালতে উপস্থিত হন এবং জননিরাপত্তার জন্য কোনো ঝুঁকি সৃষ্টি না করে তা নিশ্চিত করার জন্য জামিন দেওয়ার ক্ষেত্রে অনেক কঠিন শর্ত দিতে পারেন।’
এদিন কাঠগড়ায় আসামি হিসেবে ছিলেন জাসবিন্দর সিং। ২০২০ সালে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। বিচার চলাকালীন কারাবাস থেকে মুক্তি চেয়েছিলেন জাসবিন্দর। চ্যাটজিপিটির প্রতিক্রিয়ায় বিচারক চিটকারা সিদ্ধান্ত নেন, খুন করার আগে মৃত ব্যক্তির সঙ্গে নিষ্ঠুর আরচণ করেছিলেন আসামি। তাই তার জামিনের অনুরোধ প্রত্যাখ্যান করেন তিনি।
তবে বিচারক চিটকারা পরে বলেন, অভিযুক্ত খুন করেছেন কি না সে সিদ্ধান্ত নিতে তিনি চ্যাটজিপিটি ব্যবহার করেননি। কেবল জামিনের সিদ্ধান্ত দিতেই এটি ব্যবহার করা হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।