facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

চ্যাম্পিয়নস ট্রফির পর কে হবেন বাংলাদেশের নতুন কোচ?


০১ মার্চ ২০২৫ শনিবার, ১২:২৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


চ্যাম্পিয়নস ট্রফির পর কে হবেন বাংলাদেশের নতুন কোচ?

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হলেও বাংলাদেশের ক্রিকেটে চলছে নতুন জল্পনা—কে হবেন জাতীয় দলের নতুন কোচ? ফিল সিমন্সের ছয় মাসের মেয়াদ শেষ হলেও বিসিবি তাঁকে দীর্ঘমেয়াদি দায়িত্ব দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার সিমন্সকে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়েছিল বিসিবি। তাঁর ছয় মাসের মেয়াদে বিসিবি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাঁকে মূল্যায়ন করেছে। খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক, স্থানীয় কোচদের স্বাধীনতা দেওয়া এবং সামগ্রিক ব্যবস্থাপনায় তাঁর ইতিবাচক ভূমিকার কারণে বোর্ড তাঁকে লম্বা সময়ের জন্য রাখার বিষয়ে আগ্রহী। এখন শুধুমাত্র চুক্তির শর্ত নিয়ে আলোচনা বাকি।

সিমন্স নাকি অন্য কেউ?

বিসিবির একটি পরিকল্পনা হলো, সিমন্সকে রেখে জাতীয় দলের সহকারী কোচদের মধ্যে স্থানীয়দের বেশি সুযোগ দেওয়া। চ্যাম্পিয়নস ট্রফিতে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ সালাউদ্দিনের মেয়াদ আরও বাড়তে পারে। যদি সিমন্সের সঙ্গে চুক্তি সম্পন্ন না হয়, তাহলে সামনের জিম্বাবুয়ে সিরিজে প্রধান কোচের ভূমিকায় দেখা যেতে পারে সালাউদ্দিনকেই।

অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা

২০১৯ সালের পর বাংলাদেশ দলের কোচিং স্টাফে বেশ কয়েকবার পরিবর্তন এসেছে। স্টিভ রোডসকে বিশ্বকাপের মাঝপথেই বিদায় নিতে হয়, রাসেল ডমিঙ্গোও বোর্ডের চাপের কারণে সরে যান। এরপর কড়া শৃঙ্খলার জন্য পরিচিত চন্ডিকা হাথুরুসিংহেকে ফেরানো হলেও শেষ পর্যন্ত তিনিও চাকরি হারান।

এই অভিজ্ঞতাগুলো বিসিবিকে ভাবাচ্ছে—বাংলাদেশ দলের জন্য আদর্শ কোচ কেমন হওয়া উচিত? খুব কড়া হেডমাস্টার নাকি মানবিক কোচ? সিমন্সের বড় গুণ হলো, তিনি খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করেন না এবং স্থানীয় কোচদের কাজের স্বাধীনতা দেন। বিসিবিও চায়, ভবিষ্যতে দেশীয় কোচদের এমনভাবে গড়ে তোলা হোক, যাতে তারা জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন।

বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায়?

সিমন্স যদি লম্বা সময়ের জন্য দায়িত্ব পান, তাহলে সেটা হবে বিসিবির মানবিক কোচ বাছাইয়ের একটি সিদ্ধান্ত। এখন দেখার বিষয়, চূড়ান্ত সিদ্ধান্ত কী নেয় বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হয় কিনা!

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: