২৬ জুন ২০২৪ বুধবার, ১০:৫৪ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
বগুড়া জেলা কারাগার থেকে গতকাল গভীর রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ফুটো করে পালিয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সকালে তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রসাশক সাইফুল ইসলাম। পালিয়ে যাওয়া আসামিরা হলেন- কুড়িগ্রামের নজরুল ইসলাম (৬৮), নরসিংদীর মো. আমির হামজা (৪১), বগুড়ার মো. জাকারিয়া (৩৪), মো. ফরিদ শেখ (৩০)।
বিস্তারিত জানানোর জন্য প্রেস ব্রিফিং ডেকেছেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। তিনি জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে কারা পুলিশ বিষয়টি টের পায়। এরপর তাদের গ্রেফতার করে গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।