২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ১২:৫১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের নজরে ছিল ছয়টি কোম্পানির শেয়ার। বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে এই কোম্পানিগুলোর শেয়ারে দেখা গেছে বিশেষ ক্রেজ, ফলে শেয়ারগুলো দিনের সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ফু-ওয়াং ফুড, এসআলম কোল্ড রোল্ড স্টিল, গোল্ডেন হার্ভেস্ট, বিডি থাই ফুড, শাইনপুকুর সিরামিকস ও জাহিন স্পিনিং মিল লিমিটেড—এই ছয় কোম্পানির শেয়ার দর বেড়ে শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে।
এর মধ্যে ফু-ওয়াং ফুড ও এসআলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার সর্বোচ্চ ১০% বৃদ্ধি পেয়েছে। আগের দিন স্থিতিশীল থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার আজ বড় উত্থান দেখিয়েছে, আর এসআলম কোল্ড রোল্ড স্টিল টানা সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে।
অন্যান্য শেয়ারের দরবৃদ্ধির হার:
বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে গোল্ডেন হার্ভেস্ট ও বিডি থাই ফুড ধারাবাহিকভাবে উত্থান দেখিয়েছে, যদিও বিডি থাই ফুড বুধবার কিছুটা দর হারায়। শাইনপুকুর সিরামিকসও মঙ্গলবার দর কমলেও বুধবার বড় উত্থান দেখিয়েছে।
জাহিন স্পিনিং মিলের দর সাপ্তাহিক মন্দার পর আজ ৯.৫৯% বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের শুরুতে ৭.৬০ টাকায় লেনদেন হওয়া শেয়ারটি আজ সর্বোচ্চ ৮ টাকায় ক্লোজ হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহের কারণে এই শেয়ারের মূল্য আরও পরিবর্তন হতে পারে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।