১৪ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার, ০২:২৯ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলের মাঠে সরস্বতীপূজার আয়োজনে ভক্ত-পুণ্যার্থীদের ঢল নেমেছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা বুধবার (১৪ ফেব্রুয়ারি)। সরস্বতী বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত। সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এ জন্য তাকে বীণাপাণি বলা হয়।
ঢাকায় বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতীপূজার আয়োজন হলেও এই পূজার মূল আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। এখানে প্রতিবছরই ঘটা করে সরস্বতীপূজার আয়োজন করা হয়। জগন্নাথ হল প্রশাসন জানিয়েছে, এবার এখানে মোট ৭২টি মণ্ডপ হয়েছে। এর মধ্যে হলের মাঠে বিভাগ-ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের উদ্যোগে ৬৯টি, কেন্দ্রীয়ভাবে উপাসনালয়ে ১টি, হলের পুকুরে ১টি ও কর্মচারীদের জন্য ১টি মণ্ডপ হয়েছে। পূজা উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা বলেন, পূজা চলবে বেলা একটা পর্যন্ত। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আজ সকাল থেকে জগন্নাথ হলে পূজা শুরু হয়। এর আগে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মণ্ডপ নির্মাণের কাজে ব্যস্ত সময় পার করেন শিক্ষার্থীরা।
জগন্নাথ হলে গিয়ে দেখা যায়, বাহারি পোশাকে জড়ো হচ্ছেন দেবী সরস্বতীর ভক্ত-পুণ্যার্থীরা। তারা মণ্ডপগুলোর সামনে ভিড় করছেন। সকালে পুষ্পাঞ্জলি পর্ব ছিল। এরপর প্রসাদ বিতরণ শুরু হয়।
পূজা দেখতে হলের মাঠে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। পূজাকে কেন্দ্র করে হল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ফুল, চুড়িসহ বাহারি পণ্যের ভ্রাম্যমাণ দোকান বসেছে। পুরো হলে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।