facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন সাকিব


২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ১১:১৮  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন সাকিব

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে সাকিব আল হাসানের শেষটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবে আগামী চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে থেকে অবসর নিতে চেয়েছেন তিনি। যদিও নিরাপত্তার অভাবে দেশে ফিরে টেস্ট খেলতে পারেননি, এরপর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেই খেলেননি। তাই এখন প্রশ্ন উঠে জাতীয় দলের হয়ে কবে ফিরবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

জাতীয় দলের হয়ে ফেরার ব্যাপারে মুখ খুলেছেন সাকিব। দুবাইয়ে আবুধাবি টি-১০ লিগ শুরুর আগের দিন সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা বলেছেন তিনি। সাকিব আল হাসান অনেকটা হেসেই বলেছেন, ‘এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এরপরেই জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে দলে দেখা যাবে কি না? সেখানেও সাকিবের ছোট উত্তর, ‘এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।’

এদিকে আগামী ২ ডিসেম্বর শেষ হবে আবুধাবি টি-টেন লিগ। আর আগামী ৮ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশের জাতীয় দলের সূচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সম্ভবত ওই সিরিজেই দেখা যাবে তাকে। অন্যদিকে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট থেকেই অবসরে যাবেন সাকিব।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ