০৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ০৭:৩৫ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
সদ্যবিদায়ী জানুয়ারি মাসে বাংলাদেশে পণ্য রপ্তানি আয়ে নতুন সাফল্যের সূচনা হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত মাসে রপ্তানি থেকে আয় হয়েছে ৪৪৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বছরের ব্যবধানে ৫ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে রপ্তানি আয় ছিল ৪১৯ কোটি ৬৯ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের জানুয়ারিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এছাড়া, চলতি (২০২৪-২৫) অর্থবছরের প্রথম সাত মাস (জুলাই-জানুয়ারি) মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৮ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় হয়েছিল ২৫ বিলিয়ন ডলার।
বিশ্লেষণে দেখা গেছে, অর্থবছরের প্রথম সাত মাসে বেশিরভাগ পণ্য রপ্তানিতেই ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশ, যেখানে নিট পোশাকে ১২ ও ওভেন পোশাকে ১১ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময়ে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ২৩.৫ বিলিয়ন ডলার।
অন্যান্য পণ্য খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। প্লাস্টিক পণ্যে ২৪ দশমিক ২২ শতাংশ, চামড়ায় ৮ দশমিক ০৮ শতাংশ, প্রক্রিয়াজাত খাদ্যে ১১ দশমিক ৬৯ শতাংশ, কৃষিজাত পণ্যে ১০ দশমিক ৫৯ শতাংশ এবং হিমায়িত খাদ্য রপ্তানিতে ১৩ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
তবে, পাটজাত পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে, যা কমেছে ৮ দশমিক ৩৫ শতাংশ। এই খাতে নতুন কৌশল গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
রপ্তানি আয়ের এই উত্থান দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।