facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

জামায়াত শিবিরের ৭ নেতাকর্মির খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ


১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার, ০১:১৩  পিএম

নোয়াখালী প্রতিনিধি

শেয়ার বিজনেস24.কম


জামায়াত শিবিরের ৭ নেতাকর্মির খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াত শিবিরের সাত নেতাকর্মির খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মিরা।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বুসরহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশটি কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়েত ইসলামী আয়োজিত ছিল।

সমাবেশে জামায়াত নেতারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মিরা সাত নেতাকর্মিকে গুলি করে হত্যা করেছে। হত্যাকাণ্ডের দায়ে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

শহীদ সাত নেতাকর্মির প্রতি গভীর শ্রদ্ধা

এ সময় বক্তারা সাত শহীদ নেতাকর্মির আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার, সাবেক ইসলামী ছাত্রশিবির সভাপতি ইয়াছিন আরাফাত, নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দীন ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের ‘ফ্যাসিস্ট’ শক্তির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান এবং আগামী দিনে জামায়াত শিবিরের সংগ্রামকে আরো বেগবান করার আহ্বান জানান।

হত্যাকাণ্ডের বিচারের দাবি

এছাড়া, ২০১৩ সালে বসুরহাট বাজারে সাত নেতাকর্মির গুলি করে হত্যার ঘটনায় নিহত সাইফুল ইসলামের বড় ভাই আমিরুল ইসলাম আদালতে একটি মামলা দাখিল করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কোম্পানীগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ দেয়। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১১২ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: