facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

জাহাজ রপ্তানি: আবার প্রাণ ফিরছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে!


২৯ ডিসেম্বর ২০২৪ রবিবার, ০১:১২  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


জাহাজ রপ্তানি: আবার প্রাণ ফিরছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে!

চার বছরের দীর্ঘ বিরতির পর, বাংলাদেশের অন্যতম শীর্ষ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আগামী ১৪ মাসে অন্তত ৮টি জাহাজ রপ্তানির ঘোষণা দিয়েছে। এর মধ্যে তিনটি জাহাজ রপ্তানি হবে আরব আমিরাতে। ২০২২ সালের পর এ উদ্যোগ বাংলাদেশের জাহাজ রপ্তানি খাতের জন্য একটি নতুন যুগের সূচনা করবে।

প্রথম রপ্তানি আসছে মাসেই

জানা গেছে, আগামী মাসে আরব আমিরাতে "রায়ান" নামের একটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন। এরপর, জুলাই মাসে আরও দুটি ল্যান্ডিং ক্রাফট এবং ডিসেম্বর মাসে আরেকটি জাহাজ রপ্তানি করা হবে।

রপ্তানির সাফল্যে নতুন পরিকল্পনা

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান জানান, ২০২৫-২৬ সালের মধ্যে আরও পাঁচটি জাহাজ রপ্তানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দুটি টাগবোট "খালিদ""ঘায়া" এবং দুটি অয়েল ট্যাংকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রপ্তানি করা হবে।

দেশীয় প্রকল্পেও সফলতা

ওয়েস্টার্ন মেরিনের তৈরি দুটি যাত্রীবাহী জাহাজ—"এমভি রূপসা""এমভি সুগন্ধা"—শীঘ্রই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনকে (বিআইডব্লিউটিএ) হস্তান্তর করা হবে।

অতীতের গৌরব আর ভবিষ্যতের দৃষ্টি

২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে ৩১টি জাহাজ রপ্তানি এবং দেশীয় বাজারে ৫০টি জলযান সরবরাহ করে ওয়েস্টার্ন মেরিন। তবে ২০১৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং কোভিড-১৯ মহামারির কারণে প্রতিষ্ঠানটি বড় ধরনের রপ্তানি কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জের আনন্দ শিপইয়ার্ড ডেনমার্কে একটি জাহাজ রপ্তানি করেছিল। এরপর দেশ থেকে আর কোনো জাহাজ রপ্তানি হয়নি।

ভবিষ্যতের সম্ভাবনা

চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ২০০০ সালে যাত্রা শুরু করে এবং দুই দশকে ১৫০টিরও বেশি জাহাজ তৈরি করেছে। প্রতিষ্ঠানটি কার্গো, মাল্টিপারপাস ভেসেল, ল্যান্ডিং ক্রাফট, টাগবোট, এবং অয়েল ট্যাংকারসহ বিভিন্ন ধরনের জাহাজ নির্মাণে অভিজ্ঞ।

জাহাজ নির্মাণ খাতকে আবারও আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরতে এই রপ্তানি উদ্যোগ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ