০১ এপ্রিল ২০২৪ সোমবার, ১০:০৪ এএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
ইংলিশ প্রিমিয়ার লিগে ত্রিমুখী শিরোপার লড়াই আরও জমে উঠল। যেখানে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মুখোমুখি মহাগুরুত্বপূর্ণ সাক্ষাতে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো। তার আগে অবশ্য ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে শীর্ষেই নিজেদের রাখল লিভারপুল।
রোববার রাতে ইতিহাদ স্টেডিয়ামের এই ম্যাচ শেষে ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট লিভারপুলের। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। ৬৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি।
এই নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল সিটি। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লিভারপুলের মাঠে ১-১ ড্র করেছিল গত তিনবারের চ্যাম্পিয়নরা। আর আর্সেনাল টানা আট জয়ের পর পয়েন্ট হারাল এই প্রথম।
অন্যদিকে অ্যানফিল্ডে স্বাগতিকরা লিভারপুল শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা সামলে আক্রমণের ঝড় বইয়ে দেয়। ড্যানি ওয়েলবেক সফরকারীদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন লুইস দিয়াস। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন মোহামেদ সালাহ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।