facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪

Walton

জুমার দিনে যা করলে বিশেষ ক্ষমা পাবেন


০৭ এপ্রিল ২০২৩ শুক্রবার, ১১:৩৮  এএম

ধর্ম ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


জুমার দিনে যা করলে বিশেষ ক্ষমা পাবেন

মুসলিমদের জন্য সপ্তাহের সেরা দিন শুক্রবার। এই দিনে জুমার নামাজ আদায়কারীদের জন্য আল্লাহ তাআলা বিশেষ পুরস্কার রেখেছেন।  তাদের দোয়া কবুল করেন, তাদের গুনাহসমূহ মাফ করে দেন এবং রহমত নাজিল করেন। জুমার দিনের কিছু বিশেষ ফজিলত হলো–

জুমার দিন গোসল করা ও আগে আগে মসজিদে যাওয়া অত্যন্ত সওয়াবের। হজরত আউস বিন আউস সাকাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করল, দ্রুততর সময়ে মসজিদে যায় ও ইমামের কাছাকাছি বসে মনোযোগসহ খোতবা শুনল, তার জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে।’
(আবু দাউদ ৩৪৫)।

জুমার দিন যাদের দোয়া কবুল হয়
জুমার দিন এমন একটি সময় আছে, যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাকে তা দেন। তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো।’
(আবু দাউদ ১০৪৮)।

জুমার দিন যারা ক্ষমা পাবেন
হাদিসে এসেছে, জুমার নামাজ যথাযথভাবে আদায় করলে এবং সুরা কাহফ তেলাওয়াত করলে এক সপ্তাহের গুনাহের ক্ষমা পাওয়া যাবে। হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করল, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল, এরপর মসজিদে এল, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, এরপর ইমাম খুতবা দিতে শুরু করলে চুপ থাকল; তাহলে আল্লাহ তাআলা তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন।’
(বুখারী ৮৮৩)।

 

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, ‘যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পাঠ করবে, তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত নূর প্রজ্বলিত হবে এবং কেয়ামতের দিনটি তার জন্য উজ্জ্বল হবে। আর দুই জুমার মধ্যবর্তী সব গুনাহ ক্ষমা করা হবে।’
(তাফসিরে ইবনে কাসির: ৬/৩৯৮)।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: