১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ১২:৫৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ১১ মন্ত্রীসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের ১১ মন্ত্রী:
অন্যান্য অভিযুক্ত:
গত ১৮ নভেম্বর ১৬ জনের মধ্যে ৯ মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চিফ প্রসিকিউটর সেদিন ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য দুই মাস সময় চেয়েছিলেন, তবে আদালত এক মাসের সময়সীমা বেঁধে দেন। সে অনুযায়ী তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে আজ মঙ্গলবার।
এ বিষয়ে পরবর্তী শুনানি ও তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।