০৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, ০১:৫০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
গত সোমবার রাতে নেটফ্লিক্স ইন্ডিয়ার ‘নেক্সট অন নেটফ্লিক্স’ আয়োজনে উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। এই অনুষ্ঠানে ২০২৫ সালের আসন্ন সিরিজ ও ছবির নাম ঘোষণা করা হয় এবং টিজার প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন শাহরুখ খান, সাইফ আলী খান, রানা দজ্ঞুবাতি, কপিল শর্মা, রানা দজ্ঞুবাতি, সানিয়া মালহোত্রা, খুশি কাপুরসহ আরও অনেক তারকা।
এবার নেটফ্লিক্সের আঙিনায় নতুন কিছু আসছে, যেমন রোমান্স, কমেডি, অ্যাকশন, ড্রামা, থ্রিলার ও স্পোর্টসসহ আরও নানা ঘরানার ছবির ও সিরিজের অভিষেক। এর মধ্যে সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান ‘নাদানিয়াঁ’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রাখতে যাচ্ছেন। ছবিতে তার সঙ্গী হিসেবে অভিনয় করছেন খুশি কাপুর, শ্রীদেবীর মেয়ে।
তবে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি আসে শাহরুখ খানের উপস্থিতির সময়। শাহরুখ নিজে ঘোষণা করেন, তার ছেলে আরিয়ান খান পরিচালকের হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। আরিয়ান পরিচালিত সিরিজের নাম ‘দ্য বাডস অব বলিউড’। আরিয়ান এই সিরিজে শুধু পরিচালকই নয়, লেখক হিসেবেও আত্মপ্রকাশ করবেন। নেটফ্লিক্সের অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও, শাহরুখ তার ছেলের প্রতি নিজের গর্ব প্রকাশ করেছেন।
শাহরুখ এই সিরিজ প্রসঙ্গে বলেন, “আমি এই সিরিজের কিছু পর্ব দেখেছি, এবং তারা বেশ মজাদার।” তবে তিনি বললেন, “আমি এখন আর জোকস বলি না, কারণ মানুষ সেটা শুনে বিরক্ত হয়।” নিজের ছেলে আরিয়ানের সিরিজ সম্পর্কে শাহরুখ আরও বলেন, “ও অনেক পরিশ্রম করেছে এই সিরিজ তৈরি করতে। এই শোতে মুম্বাই শহরের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।”
এদিন শাহরুখ গোমাধিকার আবেগে সাংবাদিকদের কাছে বলেন, “আমার একমাত্র প্রার্থনা, আমার ছেলে পরিচালনায় পা রেখেছে এবং আমার মেয়ে অভিনেত্রী হতে চলেছে। দয়া করে আমার সন্তানদের প্রতি ভালোবাসা দেখান।” তিনি আরও বলেন, “এই সিরিজে যারা অভিনয় করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আরিয়ানের প্রতি ভালোবাসা দেখিয়েই এখানে কাজ করেছেন।”
এছাড়া, সিরিজের একটি টিজারে শাহরুখ খান অভিনয় করলেও, তার অভিনয়ে সন্তুষ্ট নন আরিয়ান। বারবার তিনি ‘কাট’ বলে যাচ্ছেন, যা দর্শকদের জন্য হাসির মুহূর্ত তৈরি করে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।