০১ মার্চ ২০২৪ শুক্রবার, ০৩:৩১ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেউলাবারি ইউনিয়নের চকপাড়া খোরশেদ আলী দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ র্মাচ শুক্রবার ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে হাসপাতালের পক্ষে থেকে বিনামূল্য একটি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয় ।
ওই স্বাস্থ্য ক্যাম্পটি উদ্বোধন করেন দেউলাবারি ইউনিয়েনের চেয়ারম্যান সুজাত আলি খান। এদিন সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ওই স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন শারমিন বানু (নির্বাহী ও পরিচালক, গবেষণা ও উন্নয়ন বিভাগ, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট), পাবলিক রিলেশন অফিসার আশিকুর রহমান স্বাধীন, ডাঃ মোঃ হারুন-অর-রশিদ (কনসালটেন্ট, মেডিসিন, ঢাকা কমিউনিটি মেডিকেল হাসপাতাল)। আরও উপস্থিতি ছিলেন মোঃ সেলিম হোসেন (প্রজেক্ট সুপারভাজার), মোঃ মোস্তাফিজুর রহমান (জুঃপ্রঃকর্মকর্তা)। সার্বিক সহযোগিতায় ছিলেন তানভীর দেওয়ান।
ওই স্বাস্থ্য ক্যাম্পে যেসব রোগীর স্বাস্থ্য সেবা দেওয়া হয় মেডিসিন ১০০ জন, গাইনী ৫০জন, শিশু ৬০জন ও অর্থোপেডিক্স ৫৫জনসহ মোট রোগী ২৬৫জন ।
স্বাস্থ্য ক্যাম্পের পাশাপাশি বিনামূল্য ঢাকা কমিউনিটি হাসপালের স্বাস্থ্য কার্ড ও সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।