facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

টিকটকে গান খোঁজার নতুন সুবিধা চালু


১৮ মে ২০২৩ বৃহস্পতিবার, ১১:০৫  এএম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


টিকটকে গান খোঁজার নতুন সুবিধা চালু

শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে গান খোঁজার নতুন সুবিধা চালু করেছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। অ্যাপটির সার্চ বারে ‘নিউ মিউজিক’ লিখে ‘সার্চ’ বাটনে ক্লিক করলে গান খোঁজার একটি হাব অথবা হ্যাশট্যাগ দেখতে পাবেন ব্যবহারকারীরা। সেখান থেকে নতুন গান এবং নতুন শিল্পী খুঁজে পাবেন তারা। শিল্পীরাও নিজেদের গান প্রচারের সুযোগ পাবেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন গান খোঁজার সময় ব্যবহারকারীদের ভিন্ন অভিজ্ঞতা দিতে নতুন এই সুবিধা চালু করেছে টিকটক। যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড জোনাস ব্রাদার্স ও গায়ক মিগুয়েলের মতো বড় তারকারা এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এরই মধ্যে।

টিকটক জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর আগেই অ্যাপটিতে ‘নিউ মিউজিক’ হ্যাশট্যাগের ১ হাজার ৮০০ কোটি ভিউ হয়েছে। তবে নতুন সুবিধা চালুর অল্প সময়ের মধ্যেই এই ভিউ সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ হাজার ৯১০ কোটিতে।

আগে থেকেই অনেক শিল্পী তাদের গান প্রচারে এবং দর্শকদের কাছে পৌঁছাতে মিউজিকলি অ্যাপ ব্যবহার করতেন। তবে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ১০০ কোটি ডলারে মিউজিকলি কিনে নেওয়ার পর এটি টিকটক অ্যাপে যুক্ত হয়।

টিকটকের মিউজিক অপারেশনের গ্লোবাল হেড পল হোরিকান একটি বিবৃতিতে বলেন, ‘আমরা নিউ মিউজিক হাব চালু করতে পেরে আনন্দিত। এটি গান খোঁজার একটি বৈশ্বিক হাব। যেখানে বিশ্বের জনপ্রিয় তারকা, সুপারস্টার থেকে শুরু করে উদীয়মান গায়ক— সব ধরনের শিল্পীরাই নিজেদের তুলে ধরতে পারবেন।’

গত নভেম্বরে প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বড় বড় লেবেলগুলো টিকটকের সঙ্গে তাদের চুক্তি নিয়ে নিয়ে পুনরায় আলোচনা করতে চাচ্ছিল। মূলত লেবেলগুলো রয়্যালটির পরিমাণ বাড়াতে চাইছে।

এদিকে, টিকটকে শিগগির চালু হতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে অ্যাভাটার তৈরির সুবিধা। টুলটির নাম ‘এআই অ্যাভাটার’। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটিতে ৩ থেকে ১০টি ছবি আপলোড করার পর এবং পাঁচটি স্টাইল বেছে নেওয়া যাবে। তারপর কয়েক মিনিটের মধ্যে টুলটি ৩০টি পর্যন্ত পৃথক অ্যাভাটার তৈরি করে দেবে। এখান থেকে এক বা একাধিক ছবি ডাউনলোড করা যাবে। ছবিগুলো প্রোফাইল পিকচার বা স্টোরিতে ব্যবহার করা যাবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ