১৯ জুন ২০২৪ বুধবার, ০৪:৪১ পিএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
শীর্ষে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিলেন। এরপর শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্ম করায় গত সপ্তাহে শীর্ষ স্থান থেকে একঝটকায় পাঁচে নেমে যান সাকিব আল হাসান।
তবে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে পারফর্ম করে আইসিসি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন সাকিব। এখন তিনি আছেন ৩ নম্বরে। নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৬৬ রান করেছিলেন সাকিব। এরপর নেপালের বিপক্ষে ব্যাট হাতে ১৭ আর বল হাতে ২ উইকেট নিয়েছেন সাকিব।
গত সপ্তাহে শীর্ষে থাকা আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী নেমে গেছেন ৪ নম্বরে। শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে বল হাতে ৩ ওভারে ৯ রানে ২ উইকেট নেন স্টয়নিস। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার।
বল হাতে এবারের বিশ্বকাপে দারুণ পারফর্ম করছেন আকিল হোসেন। ৪ ম্যাচে এখন পর্যন্ত নিয়েছেন ৯ উইকেট। তাতে ৬ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এসেছেন আকিল। দারুণ বোলিং করছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও। তাতে তিনি ক্যারিয়ার–সেরা ৫৭৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে যৌথভাবে ২৭ নম্বর অবস্থানে আছেন।
নেপালের বিপক্ষে দারুণ বোলিং করেও এক ধাপ পিছিয়েছেন মোস্তাফিজুর রহমান। তার অবস্থান ১৪ নম্বরে। ১৩ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুড়াকেশ মোতি। তিনি এগিয়েছেন ১৬ ধাপ। পেসার আলজারি জোসেফ ৬ ধাপ এগিয়ে ১১ নম্বর স্থানে এসেছেন। বোলারদের মধ্যে শীর্ষে যথারীতি ইংল্যান্ডের আদিল রশিদ।
টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের মধ্যে সূর্যকুমার যাদব। মূলত শীর্ষ চার ব্যাটসম্যানের মধ্যে কোনো জায়গার পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড পাঁচ ধাপ এগিয়ে আছেন পঞ্চম স্থানে। আফগানিস্তানের বিপক্ষে ৯৮ রানের ইনিংস খেলা নিকোলাস পুরান আট ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেছিলেন শেরফান রাদারফোর্ড। তাতে র্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ এগিয়েছেন রাদারফোর্ড, উঠে এসেছেন ৪২ নম্বরে।
বাংলাদেশের তাওহিদ হৃদয় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বলে ৪০ ও পরের ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ৩৪ বলে ৩৭ রান করেন। দুই ম্যাচেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তাতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছিলেন হৃদয়। তবে টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ব্যর্থতায় তিন ধাপ পিছিয়েছেন। এখন আছেন ৩০ নম্বরে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।