facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

টেনেহিঁচড়ে নেয়া চালককে মামলা নয়, আপসে মীমাংসা করলেন ঢাবি ছাত্র


০১ অক্টোবর ২০২৩ রবিবার, ১০:০৪  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


টেনেহিঁচড়ে নেয়া চালককে মামলা নয়, আপসে মীমাংসা করলেন ঢাবি ছাত্র

সড়কে ধাক্কা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে প্রায় ১ কিলোমিটার টেনে আনেন এক দম্পতি। এই দম্পতি একটি প্রাইভেট কারে ছিল। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাটাবন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম মারুফ। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী এবং এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

এ ঘটনায় প্রাথমিকভাবে ব্যাপক উত্তেজনা ছড়ালেও পরবর্তীতে থানায় এসে কোনো প্রকার মামলা না করে আপসে মীমাংসা করে নিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী মারুফ। এ সময় অভিযুক্ত চালক ও লালবাগের বাসিন্দা ফারাবীর কাছ থেকে মুচলেখা নিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।

তিনি জানান, তারা আমাদের কাছে ক্ষমা চেয়েছেন। চালক ও তার স্ত্রী প্রাথমিকভাবে খারাপ ব্যবহার করলেও পরে তারা ক্ষমা চেয়েছে। ক্ষমার উপরে কিছু নেই। তাই এ বিষয় নিয়ে আর এগোতে চাচ্ছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক অভিযুক্ত চালক ফারাবীর পরিবারের এক সদস্য জানান, আসলে ওই ছেলেকে (ঢাবি শিক্ষার্থী) টেনে নিয়ে যাওয়া হয়নি। তিনি ফারাবীর বাচ্চাকে গলা টিপার হুমকি দিয়েছিলেন। পরবর্তীতে একটা ঘটনা ঘটে গেছে। আমরা তাকে রেসকিউ করতে এসেছি। ফারাবী তাদের কাছে ক্ষমা চেয়েছে। আমরা যে ছেলেটি ভুক্তভোগী তার চিকিৎসার খরচ বহন করব বলেছি।

সার্বিক বিষয়ে নিউমার্কেট থানার ওসি শফিকুল গণি জানান, ভুক্তভোগী এবং অভিযুক্ত দুজনের বাড়িই লালবাগ থানার একই ওয়ার্ডে। তারা থানায় কোনো মামলা দায়ের করেনি। তাদের পক্ষ থেকে ঐ এলাকার কাউন্সিলর এসে ব্যাপারটা মীমাংসা করে দিয়েছেন। মামলা না করায় আমাদের আসলে অনুসন্ধানের সুযোগ নেই। এ বিষয়ে একটা মুচলেখা নিয়ে আমরা তাদেরকে সতর্ক করে ছেড়ে দিয়েছি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: