facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ মার্চ মঙ্গলবার, ২০২৫

Walton

টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীর হামলা


১০ জানুয়ারি ২০২৪ বুধবার, ১০:০৭  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীর হামলা

ইকুয়েডরের একটি টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলাকালে সেখানে ঢুকে পড়ে একদল বন্দুকধারী। অনুষ্ঠানের মাঝেই তারা গুলি চালায় এবং কর্মীদের হুমকি দেয়। গত সোমবার দেশটির বন্দরনগরী গুয়াইকিল শহরে টিসি নামের ওই টেলিভিশন স্টেশনে এ ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানের কর্মীদের মেঝেতে শুয়ে ও বসে পড়তে বাধ্য করে হামলাকারীরা। একপর্যায়ে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে পড়ে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তার আগের দিন দেশটির দুর্ধর্ষ মাদক সিন্ডিকেট লস ক্রোনেরসের হোতা অ্যাডলফো মাসিয়াস কারাগার থেকে পালিয়ে যায়। যার ফলে দেশটিতে ৬০ দিনের জরুরি অবস্থা এবং রাতে কারফিউ জারি করা হয়। পালিয়ে যাওয়া অ্যাডলফো মাসিয়াসকে মাদকপাচার, হত্যা ও সংঘবদ্ধ অপরাধের দায়ে ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলাকারীরা বন্দুক ও গ্রেনেড নিয়ে টেলিভিশন স্টেশনটির সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে ঢুকে পড়ে। সেখানে তারা গুলি চালায়। এ সময় এক নারীকে বলতে শোনা যায়, ‘গুলি করবেন না, দয়া করে গুলি করবেন না। ’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ