facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা


১৫ মার্চ ২০২৫ শনিবার, ০৭:০৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা

মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বড় ধরনের নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরানসহ ৪৩টি দেশের নাগরিকদের ওপর কড়া বিধিনিষেধ আরোপের প্রস্তাব তৈরি করা হয়েছে।

সূত্র জানায়, তালিকায় থাকা ১১টি দেশকে ‘লাল’ তালিকায় রাখা হয়েছে, যার অর্থ তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। এছাড়া, ‘কমলা’ তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের জন্য কঠোর ভিসা শর্ত আরোপ করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই নতুন নীতির ফলে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক ও অভিবাসন প্রক্রিয়া ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। বিশেষ করে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও দরিদ্র দেশগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠছে।

২০২১ সালে বাইডেন প্রশাসন ট্রাম্পের আগের নিষেধাজ্ঞা বাতিল করলেও, ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হলে এই নীতিগুলো কার্যকর করার ঘোষণা দিয়েছেন।

এই নিষেধাজ্ঞা চূড়ান্ত হলে বিশ্বব্যাপী অভিবাসনপ্রত্যাশীদের জন্য এটি বড় ধাক্কা হতে পারে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: