facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

ট্রেন্ডিংয়ে বাংলা গানের উত্থান: শীর্ষ ৫ গানে মিমের তিন গান!


০৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১১:১৯  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ট্রেন্ডিংয়ে বাংলা গানের উত্থান: শীর্ষ ৫ গানে মিমের তিন গান!

গত বছর ইউটিউবের মিউজিক ট্রেন্ডিংয়ে রাজত্ব করেছে ‘স্ত্রী ২’ সিনেমার গান ‘আজ কী রাত’, যেখানে তামান্না ভাটিয়ার আবেদনময়ী উপস্থিতি ঝড় তুলেছিল। তবে নতুন বছরে যেনো ফিরেছে বাংলা গানের সময়। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক, বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকা ৫টি গানে কী কী রয়েছে:

১. ‘তুমি যাবে পরের বাড়ি’
৪ জানুয়ারি মুক্তি পাওয়া ‘বাংলা মিউজিক ০০৭’ চ্যানেলের এই গানটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে। শাহীন সুলতানা মিম ও গগন সাকিবের গাওয়া, জে এ অনিকের লেখা এবং এ এন ফরহাদের সংগীতায়োজিত এই গানটি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। মন্তব্যে প্রশংসায় ভেসে গেছে গানের কথা, গায়কি এবং ভিডিও।

২. ‘কিসিক’ (পুষ্পা ২)
‘পুষ্পা ২’ সিনেমার এই আইটেম গানটি আল্লু অর্জুন ও শ্রীলীলাকে নিয়ে ট্রেন্ডিংয়ের দ্বিতীয় অবস্থানে রয়েছে।

৩. ‘হ্যাপি নিউ ইয়ার’
নতুন বছরের আনন্দে প্রকাশিত এই গানটি ম্যাক্স অভি রাজ চ্যানেলে এসেছে, গায়ক সোহাগ ইসলামের কণ্ঠে। সজীব সরকারের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন সোহাগ নিজেই।

৪. ‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’
এই গানটি ট্রেন্ডিংয়ের চার ও পাঁচে দুইটি অবস্থানে রয়েছে। শাহীন সুলতানা মিম ও রেদওয়ান তামিম হৃদয়ের গাওয়া, হৃদয়ের কথা ও সুর করা গানটি কয়েক সপ্তাহ ধরে শীর্ষ পাঁচে।

৫. ‘কথা একটাই’
ইমরান ও পড়শীর জনপ্রিয় গানটি, যে গানটি অনেক দিন ধরেই ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল, বর্তমানে ১০ নম্বরে অবস্থান করছে।

অবিশ্বাস্য ব্যাপার হলো, তিনটি গানে শাহীন সুলতানা মিমের উপস্থিতি ট্রেন্ডিংয়ের শীর্ষ পাঁচে একসঙ্গে! এধরনের ঘটনা সচরাচর দেখা যায় না।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিনোদন -এর সর্বশেষ