ঢাকা   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ডব্লিউবিসি ও ডব্লিউবিএ বেল্টের লড়াই                             

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:১৫, ৮ মার্চ ২০২৪

আপডেট: ০০:১৭, ৮ মার্চ ২০২৪

সর্বশেষ

ডব্লিউবিসি ও ডব্লিউবিএ বেল্টের লড়াই                             

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং এসোসিয়েশনের আয়োজনে দেশে প্রথমবারের মতো ডব্লিউবিসি ও ডব্লিউবিএ বেল্টের লড়াই হবে ঢাকায়।

শুক্রবার সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে ডব্লিউবিএ সাউথ এশিয়া লাইটওয়েট টাইটেলের লড়াইয়ে মুখোমুখি হবেন আবদুল মোতালিব ও মোহাম্মদ আজাহার। এছাড়া ডব্লিউবিসি ইয়ুথ ইনটারন্যাশনাল সুপার ফ্লাই টাইটেলে বাংলাদেশের সাবিউল ইসলামের প্রতিপক্ষ ভারতের শুভম যাদব। তবে সবচেয়ে আকর্যনীয় চ্যালেজ্ঞ বাউট হবে বাংলাদেশী বংশদ্ভুত ব্রিটিশ হেভিওয়েট বক্সার শাহ কামালি ও পোল্যান্ডের মার্চিন লাজারেজ-এর মধ্যে। এর বাইরে আরো আটটি ওজন শ্রেনীর চ্যালেজ্ঞ বাউটে অংশ নেবেন বাংলাদেশের নারী ও পুরুষ বক্সাররা।

বৃহস্পতিবার সকালে বক্সারদের ওজন নেয়ার পর ফেস-শোর (দুই প্রতিপক্ষ মুখোমুখি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন ইংল্যান্ডভিত্তিক সিকিউরিটিস এজেন্সী জে-ফোর এর সিইও জুয়েল চৌধুরি, সিলেট সানরাইজার্সের কর্নধার শেখ কুদরাত জয়, সংগঠক মোহাম্মদ তালহাস মোহসেন, চারবারের ব্রিটিশ হেভিওয়েট চ্যাম্পিয়ন জুলিয়াস ফ্রান্সিস। তিনি একবার মাইক টাইসনের বিপক্ষে লড়েছিলেন।

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ