১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ১১:৩১ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
ডলার রেট নিয়ে আশার আলো দেখালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানিয়েছেন, আগামী মাসগুলোতে ডলারের বিনিময় হার থাকবে স্থিতিশীল, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।
চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর বলেন, ডিসেম্বর ও জানুয়ারিতে আমদানি খাতে বড় লেনদেন হয়েছে, তবে ঈদের পর বড় কোনো পেমেন্টের চাহিদা নেই। হজের বড় পেমেন্টও সম্পন্ন হয়েছে, ফলে ফেব্রুয়ারির পর ডলারের ওপর বাড়তি চাপ পড়বে না।
তিনি আরও জানান, রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে, রোজা ও হজের মৌসুমে এই প্রবাহ আরও বাড়বে। গত সাত মাসে রেমিট্যান্সে ২৪% প্রবৃদ্ধি হয়েছে, যা অর্থনীতির জন্য বড় স্বস্তির বার্তা। রেমিট্যান্স ও রপ্তানি খাতে বছরে ১১-১২ বিলিয়ন ডলার প্রবাহিত হলে আমদানি খরচ মেটানো সহজ হবে।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ বন্ধ করে নতুন ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট ব্যবস্থা চালু করেছে, যা বিনিময় হারকে আরও নমনীয় ও স্থিতিশীল করবে। গভর্নর আশা প্রকাশ করেন, এই নীতির ফলে রেমিট্যান্স বাড়বে, রপ্তানি খাত চাঙা হবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে।
এই ঘোষণার পর অর্থনীতিতে স্বস্তির হাওয়া বইছে, যা ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের জন্য বড় সুখবর!
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।