ঢাকা   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ডায়াবেটিসের প্রতিষেধক আবিষ্কার

স্বাস্থ্য

প্রকাশিত: ১৬:৫১, ২০ সেপ্টেম্বর ২০১৬

সর্বশেষ

ডায়াবেটিসের প্রতিষেধক আবিষ্কার

ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য সুখবর। সম্প্রতি এমন এক প্রতিষেধক আবিষ্কার হয়েছে যা এই রোগকে অনেকটাই বাগে রাখতে পারবে।

‘ভিভা ইয়োর ডায়াবেটিস’ নামক সংগঠনের প্রেসিডেন্ট সালভাডোর রামিরাজ ও মেক্সিকোর স্বাস্থ্য বিষয়ক সংস্থার প্রধান লুসিয়া জারাটে সম্প্রতি যৌথ এক সংবাদ সম্মেলনে এ সুখবর দেন। অবশ্য তারা বলছেন নতুন আবিষ্কৃত এই প্রতিষেধকে ডায়াবেটিস পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও অনেকটাই নিয়ন্ত্রণে রাখবে।

রামিরাজ জানান, এই রোগে আক্রান্ত প্রতিটি মানুষের জন্য বিশেষ যত্নের প্রয়োজন হয়। অটো কেমোথেরাপির এই জনক জানান, এবারই প্রথম স্যালাইন ভিত্তিক প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়েছে, যা যে কোনো ধরনের ডায়াবেটিস রোগকে বাগে রাখতে সক্ষম।

এই প্রতিষেধকের ব্যবহার-বিধিও জানিয়েছেন সালভাডোর রামিরাজ। আক্রান্ত ব্যক্তির শরীর থেকে ৫ সিসি রক্ত বের করে তা ৫৫ মিলিমিটার প্রতিষেধকে মেশাতে হবে। এরপর এটিকে ফ্রিজে ৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে। যখন এর তাপমাত্রা ৩৭ গ্রেডে উন্নীত হবে তখন ঐ মিশ্রণের মধ্যে একধরনের বিক্রিয়া দেখা দেবে। যা ঐ মিশ্রণকে প্রতিষেধকে পরিণত করবে।

ডায়াবেটিস আক্রান্ত রোগীকে এক বছর ধরে এই প্রতিষেধক নিতে হবে। আর ভ্যাকসিনটি ৬০দিন পর্যন্ত রাখা সম্ভব বলে জানান রামিরাজ। তবে এই প্রতিষেধক যে কোনো ওষুধের চাইতেও বেশি কার্যকরী বলে তিনি দাবি করেন। এটি নিয়ম মেনে ব্যবহার করলে ডায়াবেটিস ঘটিত প্রায় সব সমস্যা নিয়ন্ত্রণে চলে আসে বলে জানান তিনি।

প্রতিষেধকটি বর্তমানে মেক্সিকোর স্বাস্থ্য দপ্তর থেকে সরবরাহ করা হচ্ছে। তবে তা সংগ্রহের আগে ডাক্তারদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তা না হলে জটিলতা দেখা দেয়ার আশঙ্কা আছে। এই ব্যাপারে রামিরাজ জানান, ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সহযোগিতার প্রয়োজন। এর চিকিৎসা কোনো অলৌকিক ব্যাপার নয়। তাদের অবশ্যই ব্যায়াম, ওষুধ ও নিয়ম মেনে খাদ্য গ্রহণ করতে হবে। এরপর শুরু করতে হবে অটো কেমোথেরাপি।   

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ