facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

ডিএসই ছেড়ে ফের সিএসই’র এমডি সাইফুর


০১ জানুয়ারি ২০২৪ সোমবার, ০৪:৫৫  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ডিএসই ছেড়ে ফের সিএসই’র এমডি সাইফুর

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে যোগ দেওয়া এম সাইফুর রহমান মজুমদার আবার সিএসইর এমডি হয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) তিনি এমডি পদে যোগ দিয়েছেন বলে সিএসই থেকে জানানো হয়েছে। এর আগেও ২০১৬-১৯ মেয়াদে তিনি সিএসইর এমডির দায়িত্ব পালন করেন।

সিএসই থেকে জানানো হয়েছে, সাইফুর রহমান গত ২৭ বছর ধরে বেসরকারি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত আছেন। পুঁজিবাজার, আর্থিক ব্যবস্থাপনা, রপ্তানি ও উৎপাদন ব্যবস্থাপনা, এইচআর ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা পরামর্শ ইত্যাদি বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে।

তিনি বেসরকারি খাতের করপোরেট সংস্থায় বিভিন্ন পদ, যেমন- কোম্পানি সচিব, অর্থ নিয়ন্ত্রক, অর্থপরিচালক, নির্বাহী পরিচালক, সিইও, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন।

সাইফুর রহমান মজুমদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান), এম.কম (হিসাব বিজ্ঞান) ডিগ্রি অর্জন করেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি কোর্স সম্পাদনের সময় তিনি বাংলাদেশের অডিট এবং পরামর্শদাতা সংস্থা কেপিএমজি রহমান রহমান হকের সঙ্গে কাজ করেন।

তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক ভাইস প্রেসিডেন্ট। তিনি ২০১৬-১৮ মেয়াদে আইসিএবি’র কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আইসিএবি’র চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাবেক চেয়ারম্যান এবং আইসিএমএবি চট্টগ্রাম শাখা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ