০৫ মার্চ ২০২৫ বুধবার, ১০:৫৭ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
ডিএসই ট্রেকহোল্ডার কোম্পানি এশিয়া সিকিউরিটিজ লিমিটেড-এর চেয়ারম্যান মাসুদুর রহমান আজ (৫ মার্চ) রাত ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মাসুদুর রহমান ১৯৮৪ সালের ২৫ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন। পুঁজিবাজারের একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি ক্রেন লিমিটেডের (Crane Ltd) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বুধবার (৫ মার্চ) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।